মঙ্গলবার সন্ধ্যায় ইয়েমেনের কৃষি মন্ত্রণালয় এক বিবৃতিতে হুদাইদাহ প্রদেশের রাস ইসা বন্দরে মার্কিন নৃশংস হামলার ফলে পরিবেশগত বিপর্যয় সম্পর্কে সতর্ক করেছ। পার্সটুডে জানিয়েছে, বিবৃতিতে বলা হয়েছে: "মার্কিন বোমা হামলার ফলে গুদামগুলো ধ্বংস হয়ে গেছে এবং তেল ও বিষাক্ত পদার্থ লোহিত সাগরে ছড়িয়ে পড়েছে।" এর ফলে পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে।
কৃষি মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে: বিষাক্ত পদার্থের নিঃসরণ সামুদ্রিক জীবকে ঝুঁকির মুখে ফেলেছে; এই সামুদ্রিক প্রাণীগুলো হাজার হাজার ইয়েমেনি পরিবারের খাদ্যের উৎস।
এর আগে, তুর্কি গণমাধ্যম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে ঘোষণা করেছিল যে, ইয়েমেনির রাস ইসা বন্দরে নোঙর করা একটি তুর্কি ট্যাঙ্কার বন্দরে আমেরিকান বাহিনীর হামলার ফলে মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছে।
উল্লেখ্য, ইয়েমেনি চিকিৎসা সূত্র শুক্রবার (১৮ এপ্রিল) ঘোষণা করেছে: হুদাইদাহ প্রদেশের রাস ইসা তেল বন্দরে মার্কিন যুদ্ধবিমানের নৃশংস হামলার পর, বন্দরের কমপক্ষে ৭৪ জন কর্মচারী ও শ্রমিক শহীদ হয়েছেন এবং ১৭১ জনেরও বেশি আহত হয়েছেন।#
342/
Your Comment